খেলাধূলা
শরীর গঠনে ও মেধা বিকাশে খেলাধুলা শিক্ষার্থীদের জন্য অত্যাবশ্যকীয় বিষয়। যে শিশু খেলাধুলা করে না সে শিশু বড় হবার যোগ্যতা রাখে না। কৃতিত্বপূর্ণ জীবন গড়ার একমাত্র মাধ্যম হলো খেলাধুলা। কেননা এটা পরাজয়ের আনন্দ, জয়ে গৌরব এবং সর্বদা নিয়মানুবর্তিতা ও সু-শৃঙ্খল হতে শিক্ষা দেয়। প্লেটো বলেছেন- মনের জন্য যেমন গান, দেহের জন্য তেমন ব্যায়ামের প্রয়োজন। আমি বিশ্বাস করি সুস্থ আত্মা শারিরীক উন্নতির সহায়ক, আর সুস্থ দেহ মনকে উন্নত ও দৃঢ় করে এবং জীবন যুদ্ধে জয়ী হতে সাহায্য করে। নির্মল, পবিত্র ও আনন্দদায়ক যুদ্ধ এই খেলা ধুলা। আর সেই লক্ষ্যে আমরা ফুটবল,ভলিবল ও ক্রিকেট খেলা বিভিন্ন হাউস ভিত্তিক দল গঠন করে সারা বছর উপযোগী সময়ে পরিচালনা করে থাকি এবং এ ক্ষেত্রে আমাদের জাতীয় পর্যায়ে বহু অর্জন রয়েছে।