শিক্ষা-শৃঙ্খলা-প্রগতি | EIIN: 108540, College Code: 1172 |
স্থাপিত: ১৯৬৩ | School Code: 1386, SSC (Voc) Code: 50251 |
সংগীত, নৃত্য মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। অহংকার ও স্বার্থপরতা দমন করে। সংগীত সকল প্রকার কলুষতা থেকে মুক্ত করে। শিক্ষার্থীকে আত্মজ্ঞানের অধিকারী করে তোলে। এ প্রয়াস থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সংগীত ও নৃত্য ক্লাবের নিয়মিতভাবে পড়াশুনার পাশাপাশি সংগীত ও নৃত্য শিক্ষা দিয়ে আসছি। আমরা মূলত সংগীতের বিভিন্ন ধারা ভাগ করে যেমন; দেশাত্ববোধক গান, আধুনিক গান, পল্লীগিতী, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, জারী গান এবং হামদ ও নাত শিক্ষা আন্তরিকভাবে দিয়ে থাকি। বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় নির্দেশিত জাতীয় শিক্ষা সপ্তাহে সকল শাখায় তাই আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে পারি। যেখানে প্রতিবছর গৌরবের সাথে একাধিক শাখায় জাতীয় পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা প্রতিটি জাতীয় দিনগুলোতেও যথাযথ মর্যাদার সংগে আড়ম্বর পূর্ণভাবে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানও করে থাকি।
Design & Developed by Radiance IT Solution