শিক্ষা-শৃঙ্খলা-প্রগতি | EIIN: 108540, College Code: 1172 |
স্থাপিত: ১৯৬৩ | School Code: 1386, SSC (Voc) Code: 50251 |
তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলার জন্য নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেছে আইসিটি ল্যাব। এই ল্যাবটি নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজ এর স্কুল ভবনের ৩য় তলায় ৩০৫ নং কক্ষে অবস্থিত। আমাদের এই ল্যাবে মোট ২৫টি কম্পিউটার রয়েছে। প্রতি সপ্তাহে ০১টি করে ল্যাব ক্লাস এবং এর পাশাপাশি আইসিটি নির্ভর করে গড়ে তোলার জন্য রয়েছে বিশেষ ক্লাস। প্রতিষ্ঠানের সম্মানিত আইসিটি প্রভাষক এবং শিক্ষকগণ এই ল্যাবে দায়িত্ব পালন করছেন।
Design & Developed by Radiance IT Solution