শিক্ষা-শৃঙ্খলা-প্রগতি | EIIN: 108540, College Code: 1172 |
স্থাপিত: ১৯৬৩ | School Code: 1386, SSC (Voc) Code: 50251 |
অফিস ও ক্লাস চলাকালীন শিক্ষার্থী, শিক্ষক কর্মচরীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে একটি প্রাথমিক মেডিক্যাল সেন্টার রয়েছে। দুইজন মেডিক্যাল অ্যাসিসটেন্টের তত্ত্বাবধানে এখানে আহত বা অসুস্থদের চিকিৎসা পত্র সহ প্রাথমিক ঔষধ ও চিকিৎসা সেবা দেয়া হয়। এতে পুরুষ ও মহিলাদের জন্য একটি কক্ষে দুটি বেড ও চিকিৎসা সামগ্রী রয়েছে। এ কক্ষটি প্রভাতী ও দিবা শাখর শিক্ষার্থী পর্যায়ক্রমে ব্যবহার করতে পারে।
Design & Developed by Radiance IT Solution