লাইব্রেরী

লাইব্রেরি বা গ্রন্থাগার বুদ্ধিভিত্তিক মানুষের জ্ঞানকে পরিশীলিত ও জ্ঞান পিপাসাকে নিবারণ করে। শিক্ষার্থীদের জ্ঞানের সাথে সংশ্লিষ্ট রাখতে একটা লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্ন্তহীন জ্ঞানের আধার হল বই। আর বই এর আবাসস্থল হল  গ্রন্থাগার বা লাইব্রেরি। মানুষের একার বছরের লিখিত অলিখিত সব ইতিহাস ঘুমিয়ে আছে একেকটি গ্রন্থাগারের ছোট ছোট তাকে। গ্রন্থাগার হল কালের খেয়াঘাট, যেখান থেকে মানুষ সময়ের পাতায় ভ্রমণ করে। একটি লাইব্রেরি মানুষের জীবনকে যেমন পাল্টে দেয় তেমনি আত্মার খোরাকও যোগায়। আর জ্ঞানচর্চা ও বিকাশের ক্ষেতে লাইব্রেরির ভূমিকা অনস্বীকার্য। আমাদের প্রতিষ্ঠানে একটি খুবই সমৃদ্ধ একটি লাইব্রেরি রয়েছে।