Salam Sarkar

About Chairman

Coming soon ...

Read More

Mirza Mahamuda

About Principal

শিক্ষা, শৃঙ্খলা, প্রগতি এই মূলমন্ত্র কে হ্নদয়ে লালন করে আধুনিক তথ্য প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত হয়ে বর্তমান সরকারের “ভিশন-২০২১” ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজের ওয়েব সাইটের যাত্রা শুরু। ডিজিটাল ওয়েব সাইট একটি প্রতিষ্ঠানের প্রতিবিম্ব। কারণ একটি ওয়েব সাইটের মাধ্যমে ঐ প্রতিষ্ঠানের সার্বিক দিক যেমন সরকারের কাছে, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তেমনি বিশ্বের কাছে পরিচিতি এনে দেয়। তাই এই ওয়েব সাইটের মাধ্যমে আমি আমার প্রাণের স্পন্দন এই প্রতিষ্ঠানের সাথে জড়িত গভর্নিং বডি, শিক্ষক/শিক্ষিকামন্ডলী, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে অভিনন্দন জানাচ্ছি। ১৯৬৩ সালের ৮এপ্রিল নওয়াব স্যার সলিমুল্লাহ্র ছেলে নওয়াব হাবিবুল্লাহর নামানুসারে নওয়াব হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। যুগের চাহিদার প্রেক্ষিতে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ থেকে অত্র প্রতিষ্ঠানে কলেজ শাখা চালু করা হয় এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজ হিসেবে নামকরণ করা হয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে নার্সারি শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সর্বমোট প্রায় ৫০০০ ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে। উল্লেখিত প্রতিষ্ঠানের ফলাফল বরাবরই ঈর্ষণীয়। ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের ২০৩ জন পরীক্ষার্থী মধ্যে ১০৩জন পরীক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্তি সহ শতভাগ সাফল্যের কৃতিত্ব অর্জন করে। একই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের ১০ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়। ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় ০৩জন ও এইচএসসি পরীক্ষায় ০৪ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়। ২০২১ সাল থেকে ঘঈঞই এর কারিকুলাম অনুযায়ী ইংরেজি ভার্সন চালু হয়। এছাড়াও কারিগরি শাখার ০৩টি ট্রেড চালু আছে। 

কলেজের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানে সুদৃশ্য ৪টি বহুতল ভবন রয়েছে। প্রতিষ্ঠানে ০৪টি সমৃদ্ধ বিজ্ঞানাগার, ০১টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব সহ ৫৪টি মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করা হয়েছে। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী করে গড়ে তোলার জন্য অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষকামÐলী সর্বদাই নিবেদিত । এই করোনা পরিস্থিতিতে অত্র প্রতিষ্ঠানের নিবেদিত প্রাণ শিক্ষক/শিক্ষিকামÐলী নিরলস পরিশ্রম করে তড়ড়স এর মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালনা করছে এবং সফলভাবে বিভিন্ন পরীক্ষাগুলো সম্পন্ন করছেন। উক্ত অনলাইন ক্লাসে বিভিন্ন শ্রেণির ৯৫% থেকে ৯৯% শিক্ষার্থী উপস্থিত থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলীতেও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রতিভার স্বাক্ষর রাখছে। তাঁরা থানা ভিত্তিক জেলা ভিত্তিক বিভিন্ন পুরস্কার বয়ে নিয়ে আসছে। 

আমি বিশ্বাস করি, লেখাপড়ার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানবিক গুণাবলী অর্জন করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে এবং মেধা ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজে অবিরাম পথ চলা অটুট থাকবে। অবশেষে, প্রতিষ্ঠানের উন্নয়নে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকা, রাজনৈতিক ব্যাক্তি, সমাজ সেবক, বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গের  ইতিবাচক পরামর্শ দানে সনির্বন্ধ আহবান জানিয়ে এবং তাদের সাফল্য কামনায়  এখানেই শেষ করছি। 

মির্জা মাহমুদা 

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

Read More
Academic Notice
  • 01-May-25  একাডেমিক সম্পর্কিত সকল নোটিশ এই সেকশন এ প্রকাশ করা হবে
Examination Notice
  • 01-May-25  পরীক্ষা সম্পর্কিত সকল নোটিশ এই সেকশন এ প্রকাশ করা হবে
Administrative Notice
  • 01-May-25  প্রশাসন ভিত্তিক সকল নোটিশ এই সেকশন এ প্রকাশ করা হবে
Activities
  • 01-May-25  বিভিন্ন ইভেন্ট সম্পর্কিত সকল নোটিশ এই সেকশন এ প্রকাশ করা হবে